রাজিব পুর, কুড়িগ্রাম,প্রতিনিধি: বৃহস্পতিবার বালিয়ামারী বর্ডার হাট পুনরায় চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বেলা ১১টায় রাজিবপুর উপজেলা পরিষদের সামনে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
অপর দিকে বিশিষ্ট জনের মতে, আপাতত বর্ডার হাট চালু না করাই ভালো।
তাদের মতে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। দেশের বিভিন্ন দপ্তরে সংস্কার হয়েছে। বর্ডার হাটের ক্রেতা -বিক্রেতা পরিবর্তন বা সংস্কার প্রয়োজন। তা ছাড়া বিক্রেতাদের আইডি কার্ডের মেয়াদ গত ৩০জুন উত্তীর্ণ হয়েছে।
তা ছাড়া উক্ত বর্ডার হাটের এলাকা দিয়ে অনুপ্রবেশের মাত্রা বেড়ে গেছে। গত ৩ দিনের ব্যবধানে ১০জন বাংলাদেশী অনু প্রবেশ কারীকে আটক করে জেলে পাঠিয়েছে বিএসএফ। সীমান্ত গড়িয়ে আসছে মাদক ও গরু। এর জন্য সীমান্ত বাসী উদ্বিগ্ন।
এদিকে মানববন্ধন শেষ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়। মানববন্ধনে হাটকেন্দ্রীক কর্মহীন হয়ে পরা শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে রাজিবপুর উপজেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আহবায়ক রবিউল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সদস্য সচিব, শিপন মাহমুদ, রাজিবপুর উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহবায়ক আবু সাইদ, সদস্য সচিব সুমন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ, ফরিদ উদ্দিন ডিলার প্রমূখ।
তারা জানান সরকার পতনের পর ৭ আগষ্ট থেকে বর্ডার হাট টি বন্ধ রয়েছে। জামাত নেতা মাওলানা মফিজুল ইসলাম জানান,দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ জামায়াতি ইসলামী রাজিব পুর শাখার উদ্যোগে বর্ডার হাট বন্ধ রাখতে গত ২৫ জুন জেলা প্রশাসক কুড়িগ্রাম কে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।