আতাউর রহমান রাজিবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি: দেশের বিরাজমান পরিস্থিতি শান্ত ও শৃংখলার পাশাপাশি কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলাকে শান্ত পরিবেশ রাখতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর উদ্যোগে ও সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwLhttps
মতবিনিময় সভায় বিএনপি, জামায়তে ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন,চর মোনাই ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দেশের বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা, দেশের জানমাল রক্ষা, রাষ্ট্রীয় সম্পদের রক্ষা ও ব্যক্তিগত আক্রোশে কারো ঘরবাড়ি , সম্পদের ক্ষতি না করাএবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।
ইউটিউব লিংক দেখুন www.youtube.com/@ebnews24
এ সময় বক্তব্য রাখেন চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সেলিম মিয়া, বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ আমীর মাওলানা আব্দুল লতিফ, রাজিব পুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস , জাতীয় পার্টির সভাপতি ইব্রাহিম খলিল , ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় সাংবাদিক, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।