আহসান হাবীব, চাঁপাইনবাবগঞ্জঃ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের
গঙ্গারামপুর গ্রামের মাজা ডহরি বিলে মোতালেব ও রাকিব নামে দুইজন কৃষকের প্রায় অর্ধশতাধিক ফলন্ত আমগাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কৃষক মোতালে ব ও রাকিব রহমান মোবারকপুর ইউনিয়নের বটতলা গ্রামের বাড়ি।
সোমবার (২২ জানুয়ারি) রাতের আঁধারে পুরো জমির প্রায় অর্ধশতাধিক ফলন্ত আম গাছ দুর্বৃত্তরা কেটে ফেলে যায়।
ভুক্তভোগী কৃষক মোতালেব বলেন, তার বাড়ি কিছুটা দূরে ১১ বিঘা জমি লিজ নিয়েন আম রুপালি বাগান তৈরি করেছে। মোতালেব বলেন আমার শ্রতাধিক গাছ যা এবার বাজার ভালো থাকলে এক লক্ষ দাম পেতাম অনেক স্বপ্ন নিয়ে এই বাগানটি নিয়েছিলাম আমরা দুইজনে কিন্তু জানি না আমাদের ওপরে কিসের এত রাগ তাদের ।
রাত্রে লাইট দেখে আমার ছেলে বাগানে পৌঁছালে তিনি পালিয়ে যান না
তবে কে বা কাহারা রাতের আঁধারে তার এতবড় ক্ষতি করেছে, এর কোনো উত্তর তার জানা নেই।
তবে এ বিষয়ে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর মোতালেব হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ বরাবর অজ্ঞতা নামায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
একই গ্রামের বেশ কয়েকজন কৃষক বলেন, মোতালেব ও রাকিব দুইজন ভালো মানুষ। তিনি কারো সাথে খারাপ কোনো আচরণ করেছে বলে মনে হয় না। তার এই গাছগুলি তার ১১ বছর লিজ নিয়েছেন এরা দুইজন আমার জানামতে। এরা কারো কোনো ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে না। তার পরেও কেন তার গাছগুলি দুর্বৃত্তরা কেটে দিল তা তারাও বলতে পারছে না।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গহন করা হবে।