নাজিম সরদার,বিশেষ প্রতিনিধি: খুলনার উপজেলার ১ নং আইচগাতী ইউনিয়ন এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী পলাশ এক কেজি গাঁজা সহ আটক।
পুলিশ সূত্রে জানা যায় শ্রীফলতলা ইনচার্জ এস আই মো.ওইদুজ্জামান জানান, আমার নেতৃত্বে এ এস আই রতন সহ সঙ্গীয় ফোর্স গত ২২ অক্টোবর সকাল ৬ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আইচগাতী উত্তরপাড়া ঈদগা ময়দান এর সামনে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় চলছে। এ সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে সঙ্গীও ফোর্স এর সহায়তায় মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আসামিকে জিজ্ঞাসা বাদে একপর্যায়ে তার হাতে থাকা বাজারের ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানো অবৈধ গাঁজা বাহির করে দেয়। আটকৃত আসামি আইচগাতি ইউনিয়নের দেয়াড়া(ফরেন মার্কেট)এলাকার মৃত হাকিম ফারাজীর ছেলে মো.পলাশ হোসেন ওরফে ইউনুছ(৪০)। নিকট হতে ১ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে।
ক্যাম্প ইন চার্জ বলেন আমরা মাদক যুদ্ধে নেমেছি, মাদক নির্মূল করব, আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রুপসা থানায় মামলা রুজু করা হয়েছে।