Headline :
ডুমুরিয়ার বিল ডাকাতিয়া সংগ্রামী ঐক্য জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করায় রূপসায় জিএম কামরুল এর নেতৃত্বে আনন্দ মিছিল ও পথসভা হয়েছে  হেলিকপ্টারে এসে উড়াল দিয়ে নিয়ে গেলেন বদরগঞ্জের কন্যাকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফকিরের মৃত্যু, দাফন সম্পন্ন ডুমুরিয়ার চুকনগরে  মাছের ঘেরে বিষ প্রয়োগ ক্ষতি ৫ লাক্ষাধীক সমাজ সেবাই বিশেষ অবদান রাখায় মানবাধিকার সম্মাননা পেলেন। আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার  নওয়াপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মুজিবর-সম্পাদক মফিজুর রহমান রংপুরের বদরগঞ্জে গৃহবধুর আত্মহত্যা রূপসায় এসএসসি ও এইচএসসি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। ইসলামিক রিলিফ বাংলাদেশ আসছে প্রথম শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

রূপসা উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সভা ও  আইন-শৃঙ্খলা কমিটির সভায় 

Reporter Name / ৭৮ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

এম মুরশীদ আলী :

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তীতে উপজেলা পরিষদে প্রথম সভা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রূপসা উপজেলা প্রশাসন আয়োজনে গত ৩ জুলাই সকাল সাড়ে ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় ভিডিও কলিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন- বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে এ দেশে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং মাদক ব্যবসায়ীর কোন ঠাঁই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এগুলো নির্মূলের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তিনি আরো বলেন- দেশকে পৃথিবীর বুকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারের বিকল্প নাই। একটি মহল বর্তমান সরকারকে বিদেশীদের কাছে হেয় প্রতিপন্ন করতে সদা সর্বদা ব্যস্ত আছে। বিএনপির রাজনীতি এখন শুধুমাত্র সংবাদ সম্মেলনে এসে দাঁড়িয়েছে। তারা মানুষের পাশে ছিল না বিধায় পরপর কয়েকটি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি দলমত নির্বিশেষে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন সুলতানা রুনা, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, রূপসা থানা অফিসার ইনচার্জ এনামুল হক।

আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,  শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চের এজিএম এম এ হালিম, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রাসেল, তথ্য আপা দীলশান আরা, আনসার-ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল গাজী। এছাড়া আইচগাতি ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, শ্রীফলতলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, নৈহাটি ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, টিএসবি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ঘাটভোগ ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদ আলম বাবু, সরদার আবুল কাশেম ডাবলু, মোতালেব হোসেন, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, গাজী মো. আলী জিন্নাহ, গোপাল চন্দ্র মন্ডল, উপজেলা হাট-বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী প্রমূখ। তাছাড়া ইউপি সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category