শাহাদাত হোসেন নোবেল,দিঘলিয়া,প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহাউদ্দীন মাদ্রাসার পাশে কলোনী এলাকায় দুর্বৃত্তের ধারালো চাপাতির কোপে শান্ত নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বাহাউদ্দিন মাদ্রাসা এলাকার জুলফিকারের পুত্র। আহত শান্তকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়ায় তার অবস্থা আশংকাজনক।
সেনহাটি ইউনিয়নের পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আহতকে চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য বলা হয়েছে। অভিযুক্ত আলমাসকে বাড়ি গিয়ে তাকে বাড়ি পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
এলাকাবাসী ও দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, গত শনিবাব সন্ধ্যায় ঈদের পরে ফুটবল খেলার মাঠে সৃষ্ট গোলযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ঘটনার দিন শান্ত রাস্তার পাশে একাকী বসে ছিল। এ সময় একই এলাকার মৃত জাহাঙ্গীরের পুত্র আলমাস (১৮) পূর্ব পরিকল্পনা অনুযায়ী শান্তকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আলমাসকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। আহতের মা জানান, ঈদের পরে মাঠে ফুটবল খেলার সময় আমার পুত্রের সাথে মৃত জাহাঙ্গীর কবিরাজের পুত্র আলমাসের কথা কাটাকাটি হয়। এবং সে আমার পুত্রকে জীবন নাশের হুমকী দেয়। তারই ধারাবাহিকতায় আজ আমার ছেলেকে জীবনে মেরে ফেলার উদ্দেশ্যে দা নিয়ে বের হলে লোকজন দা কেড়ে নেয়। পরবর্তীতে সে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আমার ছেলেকে রক্তাক্ত জখম করে।