সেলিম মাহবুব,ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের কৃতি শিক্ষার্থী মাইশা মেহজাবিন চলতি মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ভর্তির চান্স পেয়েছে। শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়ে মাইশা মেহজাবিন তার স্বপ্ন পুরনে আরও এক ধাপ এগিয়ে গেলো।
কৃতি শিক্ষার্থী মাইশা মেহজাবিন ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের বাসিন্দা, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আমির আলীর কন্যা। মাইশা মেহজাবিন জাউয়া ক্ষিদ্রাকাপন গ্রামের মরহুম মাস্টার রফিকুল ইসলাম (রসক আলী) ও বিশিষ্ট সমাজকর্মী আকবর আলী’ এবং ফ্রান্স প্রবাসী সাহেদ আলীর ভাতিজি।
মাইশা মেহজাবিন ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত হতে চায়। তার ভবিষ্যত সফলতার জন্য সে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছে।